মাস ছয়েক আগেই উইম্বলডনের ফাইনালে ইতিহাস গড়েছিলেন চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রুসোভা। উনস জাবিরকে হারিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই নারী হিসেবে গড়েছেন উইম্বলডন জয়ের রেকর্ড।
ইতিহাস রচয়িতা সেই ভন্দ্রুসোভাই আজ ছিটকে গেলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ড থেকেই। তাও আবার হেরেছেন ইউক্রেনের অবাছাই এক খেলোয়াড়ের কাছে। দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে এই ২৪ বছর বয়সী হেরেছেন ৬-১, ৬-২ গেমে।
গত সপ্তাহে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে ওয়ার্ম-আপ ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ভন্দ্রুসোভা। আজ তাঁর খেলা দেখে বোঝা যাচ্ছিলো সমস্যাটা এখনো পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারেননি এই চেক তারকা।
তাঁর এই দুর্বলতার সুযোগ নিয়েছেন র্যাংকিংয়ের ৯৩তম স্থানে থাকা ইয়াস্ত্রেমস্কা। র্যাংকিংয়ে শীর্ষে থাকা দশজন খেলোয়াড়দের বিপক্ষে এটি তাঁর চতুর্থ জয়। মেলবোর্ন পার্কে ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে খেলা তাঁর সেরা সাফল্য।
আজ ম্যাচ শেষে এই ইউক্রেনিয়ান জানান, ‘আজকের ম্যাচটা দারুণ ছিল। শুরুতে আমি কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু আমি নিজের খেলাটা উপভোগ করতে চেয়েছি। আজ গ্যালারি থেকেও বেশ ভালো সমর্থন পেয়েছি।’