বাহরাইনে ডেভিস কাপ টেনিসে অংশ নেবে বাংলাদেশ

২০২৪ সালের ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতা ১৮-২৪ নভেম্বর বাহরাইনের ইছা টাউনে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে এবং বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ এশিয়া-ওশানিয়ার ১৫টি দেশ অংশ নেবে।

বাংলাদেশ দলের অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিটিএফ-এর সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন খালেদ আহমেদ, নির্বাহী সদস্য আখতারুজ্জামান মুকুল, শেখ মো. আসলাম এবং ফেডারেশনের কাউন্সিলর ত্রিনাথ দাস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন:
১) জারিফ আবরার – সেনানিবাস অফিসার্স ক্লাব, ঢাকা
২) মো. হানিফ মুন্না – জাতীয় টেনিস কমপ্লেক্স
৩) মোহাম্মদ রুস্তম আলী – আমেরিকান ক্লাব, ঢাকা
৪) মো. দ্বীন ইসলাম – ইন্টারন্যাশনাল ক্লাব, ঢাকা
৫) মেজর আলমগীর হোসেন – জাতীয় টেনিস কমপ্লেক্স

বাংলাদেশ দল ১৮ নভেম্বর বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং প্রতিযোগিতা শেষে ২৪ নভেম্বর দেশে ফিরবে। ১৯ নভেম্বর অনুষ্ঠিত ক্যাপ্টেনস মিটিংয়ে অংশগ্রহণকারী দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ ভিত্তিক রাউন্ড রবীন লীগ শেষে শীর্ষ দুই দলকে ২০২৫ সালে এশিয়া/ওশানিয়া গ্রুপ-৪-এ উন্নীত করা হবে।

বাংলাদেশের অংশগ্রহণ দেশের টেনিস উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ফেডারেশন।

Exit mobile version