বিজয় দিবস টেনিস শুরু

রমনাস্থ জাতীয় কমপ্লেক্সে আজ থেকে শুরু হলো বিজয় দিবস টেনিস প্রতিযোগীতা। আট ক্যাটাগরিতে দেশের ৩০টি ক্লাব ও সংস্থা থেকে ২১০ জন খেলোয়াড় প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্বানী গ্রুপ’র চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার।

বিশেষ অতিথী হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান খাঁন (পুটন) ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর জনাব জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল) সহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ক্যাটাগরি :

পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর।

প্রতিযোগিতায় অংশ নেয়া ক্লাব ও সংস্থা :

জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, অফিসার্স ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, উত্তরা ক্লাব , ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স – রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, নেত্রকোনা টেনিস ক্লাব, সেনাবাহিনী অফিসার্স ক্লাব, নরডিক ক্লাব, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, ডাচ ক্লাব, বাগেরহাট টেনিস ক্লাব, , পুলিশ মেস অফিসার্স ক্লাব, আজিমপুর কমিউনিটি সেন্টার টেনিস ক্লাব, বোট ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, মুন্সীগঞ্জ টেনিস ক্লাব, গুলশান ক্লাব, কাস্টমস ক্লাব, প্রো টেনিস একাডেমি, ইমপেক্ট টেনিস একাডেমি, বাগেরহাট টেনিস ক্লাব মোট ৩০ টি ক্লাব/সংস্থা হতে মোট ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

Exit mobile version