ইউএস ওপেনে বৃষ্টির হানা

আগামী ২৪ আগষ্ট থেকে শুরু হবে ইউএস ওপেন টেনিসের মূল লড়াই। তার আগে এখন চলছে বাছাই পর্বের খেলা। তবে শুরুতেই দুর্যোগের মুখে পড়েছে ইউএস ওপেনের বাছাই পর্বের খেলা। বৃষ্টির কবলে একের পর এক ম্যাচ বাতিল হয়েছে।

বুধবার বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ৬৪টি ম্যাচ ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাত্র ১৪টি ম্যাচ শুরু হতে পেরেছে। তবে বৃষ্টিতে নতুন ঘরানার মিশ্র দ্বৈতের সেমিফাইনাল ও ফাইনাল খেলায় বিঘ্ন হওয়ার কোনো শঙ্কা নেই এবার। কেননা এ দুটো ম্যাচ ছাদের নিচের কোর্টে অনুষ্ঠিত হবে।

বুধবার বৃষ্টিতে খেলায় ব্যাপক বিঘ্ন ঘটলে আজ বৃষ্টির তেমন শঙ্কা নেই। শেষ পর্যন্ত আজ বৃষ্টি না হলে বাছাই পর্বের খেলা শেষ করার যথেষ্ট সময় পাবে আয়োজকরা। তারপর ২৪ তারিখ শুরু মূল এককের খেলা।

ইউএস ওপেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। সবার আলাদাভাবে নজর থাকে এ টুর্নামেন্টের দিকে। পুরুষদের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার শিরোপা ধরে রাখার জন্য প্রস্তুত হচ্ছেন। অন্যদিকে মেয়ের বর্তমান চ্যাম্পিয়ন আনা সাবালেঙ্কা।

Exit mobile version