সিনসিনাতি ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠলেন র্যাংকিংয়ে শীর্ষে থাকা ইয়ানিক সিনার। চতুর্থ রাউন্ডের খেলায় তিনি অড্রিয়ান মানারিনোকে ৬-৪ ও ৭-৬(৭-৪) গেমে হারিয়েছেন।
সিনার প্রত্যাশিত জয় পেয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। দুই জনের র্যাংকিংয়ের পার্থক্য বেশ বড়। বয়সের পার্থক্য বিস্তর। ৩৭ বছর বয়সী ফ্রেঞ্চ খেলোয়াড় মানারিনোর বর্তমান র্যাংকিং ৮৯। ফলে সহজে জয় পাবেন সিনার এমনটাই ধারণা ছিল তার ভক্তদের। কিন্তু মানারিনো তাকে সহজে ছেড়ে দেননি তা ফলাফলেই প্রমাণিত।
এদিকে বৃষ্টিবিঘ্নিত খেলায় গতকাল কোর্টে নেমেই জয় পেয়েছেন আলেক্সান্ডার জভেরেভা। আগের তিনি ব্রান্ডন নাকাসিমার বিপক্ষে ৬-৪ ও ৫-৪ গেমে এগিয়ে ছিলেন। এমন সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরের দিন কোর্টে নেমেই জয়ের দেখা পান তিনি। একই দিনে তাকে চতুর্থ রাউন্ডের খেলা খেলতে হবে। এ রাউন্ডে তার প্রতিপক্ষ রাশিয়ার কারেন কাচানভ।
এদিকে নারীদের খেলায় উইম্বল্ডন চ্যাম্পিয়ন ইগা সোয়াইটেক শেষ আটে পৌঁছেছেন। সোরানা ক্রিস্টিয়াকে তিনি ৬-৪ ও ৬-৩ গেমে হারান।
