ম্যারাথন লড়াইয়ে হেরে প্রথম রাউন্ডে বিদায় জভেরেভের

উইম্বল্ডন

গ্র্যান্ড স্ল্যাম এখনো অধরা জার্মান টেনিস তারকা আলেক্সান্ডার জভেরেভের। চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে ফাইনাল খেললেও শেষ হাসি হাসা হয়নি এই জার্মান তারকার। তবে উইম্বল্ডন একটু ব্যতিক্রম। এই টুর্নামেন্টের সঙ্গে যেন তার দা কুমড়া সম্পর্ক। কখনো চতুর্থ রাউন্ড পার হতে পারেননি। এবার তো অবস্থা আরো খারাপ। ম্যারাথন লড়াই করেও প্রথম রাউন্ড পার হতে পারেননি এই জার্মান। ফ্রান্সের আর্থার রিন্দাররেখের কাছে হেরে বিদায় নিয়েছেন।

আর্থারের বিপক্ষে ৪ ঘন্ট ৪০ মিনিটের এক ম্যারাথান লড়াই করেছেন জভেরেভ। টুর্নামেন্টের তৃতীয় বাছাই জভেরেভ হেরেছেন ৭২ নম্বরে থাকা আর্থারের কাছে। ম্যাচের ফল ৭-৬(৭-৩), ৬-৭(৮-১০), ৬-৩, ৬-৭(৫-৭) ও ৬-৪ গেমে। ২০১৯ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন এই জার্মান তারকা।

ছেলেদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার অবশ্য অঘটনের কোনো সুযোগ দেননি। ইতালিয়ান তারকা স্বদেশি লুকা নার্দিকে হারিয়ে পৌঁছেে গেছেন দ্বিতীয় রাউন্ডে। ১ ঘন্টা ৪৮ মিনিটের লড়াইয়ে জয় পেয়েছেন ৬-৪, ৬-৩ ও ৬-০ গেমে।

মেয়েদের খেলায় অঘটনের শিকার হয়েছেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। ইতালির এলিসাবেতা কোচ্চারেত্তোর কাছে ৬-২ ও ৬-৩ গেমে হেরেছেন।

Exit mobile version