রমনায় শুরু হচ্ছে ‘জাগো জুলাই ২০২৫’ টেনিস টুর্নামেন্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশন ‘জাগো জুলাই ২০২৫ টেনিস টুর্নামেন্ট’ আয়োজন করতে যাচ্ছে। জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত।

এম এন্ড জে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের তথ্য এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ এবং টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল)।

এই প্রতিযোগিতায় পুরুষ একক ও মহিলা একক ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। অংশ নিচ্ছেন মোট ৮১ জন খেলোয়াড়—এর মধ্যে পুরুষ এককে ৭৩ জন ও মহিলা এককে ৮ জন। টুর্নামেন্টে মোট ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকার প্রাইজমানি নির্ধারিত হয়েছে।

‘প্রতিযোগিতাটি সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের জন্য টুর্নামেন্ট কমিটি, অফিসিয়েটিং কমিটি, টেনিস কোর্ট ও আবাসন উপ-কমিটিসহ সকল উপ-কমিটির সদস্যগণ সর্বাত্মক সহযোগিতা করছেন,’ উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

ঢাকার বাইরে থেকে আগত খেলোয়াড় ও প্রশিক্ষকদের জন্য ফেডারেশন ভবনে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রাখা হয়েছে। টুর্নামেন্ট সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে (https://btftennis.clubspark.net/BangladeshTennisFederation) আপডেট রাখা হবে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৫ আগস্ট বিকেল ৪টায়। আয়োজকদের পক্ষ থেকে পৃষ্ঠপোষক এম এন্ড জে গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

Exit mobile version