আজ (৩১ আগস্ট) বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও ওয়ারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক এ টি এম শামসুল আলম আনুর চতুর্থ মৃত্যুবার্ষিকী। করোনা মহামারীর সময়ে ২০২১ সালে উত্তরার নিজ বাসায় বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক মৃত্যুবরণ করেন।
১৯৪২ সালের ১৫ এপ্রিল পুরানো ঢাকার আরমানিটোলাতে জন্ম নেয়া আনু ১৯৫৮ সাল থেকে ওয়ারী ক্লাবে সক্রিয় হকি খেলোয়াড় হিসেবে কার্যক্রম শুরু করলেও স্বাধীনতার পরবর্তীতে সময়ে ওয়ারী ক্লাব এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বের সাথে জড়িয়ে পরেন।
বাংলাদেশ টেবিল টেনিসে বেশকিছু আন্তর্জাতিক পদক অর্জনের সাথে রয়েছে মরহুম আনুর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা।
বাংলাদেশ টেনিস টেনিস ফেডারেশন গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের টেবিল টেনিসের মানোন্নয়নে আনুর অবদানের কথা স্বীকার করে মরহুমের রুহের প্রতি মাগফেরাত কামনা করেছে।
