রুইসকে হারিয়ে শুভ সূচনা রাদুকানুর

কানাডিয়ান ওপেন

ওয়াশিংটন ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ডের ইমা রাদুকানু কানাডিয়ান ওপেনে শুভ সূচনা করেছেন। সোমবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় তিনি ইলিনা গ্যাব্রিয়েলা রুইসকে হারিয়েছেন। ৬-২ ও ৬-৪ গেমে ম্যাচ জিতেছেন তিনি।

দ্বিতীয় রাউন্ডে রাদুকানু খেলবেন আমেরিকার পেটন স্টার্নসের বিপক্ষে। এ ম্যাচে জয় পেলে রাদুকানু তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পাবেন পঞ্চম বাছাই আমান্দা আনিসিমোভাকে। এবারের উইম্বল্ডনের ফাইনালে খেলেছেন আমান্দ।

এ টুর্নামেন্টে খেলার মাঝ দিয়ে রাদুকানু আসন্ন ইউএস ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যাম আগামী মাসের ২৪ তারিখ শুরু হবে।

২০২১ সালের ইউএস ওপেন জয়ী রাদুকানুকে প্রথম রাউন্ডের ম্যাচ জিততে তেমন একটা লড়াই করতে হয়নি। তাছাড়া রুইসের বিপক্ষে জয়ের অভ্যাসটা ভালোই আছে রাদুকানুর। গত বছর রুইসকে হারিয়েছিলেন রাদুকানু।

রাদুকানু জয় পেলেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তারই স্বদেশি কাটি বুল্টার। মেক্সিকোর রেনাতা জারাজুয়ার কাছে তিনি ৬-১ ও ৭-৫ গেমে হেরেছেন।

Exit mobile version