বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (বিটিটিএফ) আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ ২০২৫’।

চার দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ঢাকার তাজউদ্দীন আহমদ উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান। উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়।

নবগঠিত অ্যাডহক কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এবারের আসরে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় তিন শতাধিক টেবিল টেনিস খেলোয়াড়। প্রতিযোগিতাটি প্রাইজমানি ভিত্তিক র‌্যাংকিং টুর্নামেন্ট হিসেবে গণ্য হবে, যা অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য বাড়তি প্রেরণা হয়ে থাকবে।

এবারের প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে মাইক্রো ফাইবার গ্রুপ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে এবং ইনসেপ্টা ফার্মা পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে বিটিটিএফকে সহায়তা করছে।

Exit mobile version