সেঞ্চুরির পথে জোকোভিচ

উইম্বল্ডন

উইম্বল্ডনে শিরোপার নিষ্পত্তি হতে এখনো অনেক পথ বাকি। তবে এটা ঠিক যে, একটা জয়ের অর্থ শিরোপার দিকে আরো এক পা এগিয়ে যাওয়া। নোভাক জোকোভিচ সে পথেই রয়েছেন। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা জোকোভিচ পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। গতকাল ব্রিটেনের ড্যান ইভান্সকে হারিয়েছেন তিনি ৬-৩, ৬-২ ও ৬-০ গেমে। এ জয়ের মাঝ দিয়ে জোকোভিচ উইম্বল্ডনে সেঞ্চুরিতম ম্যাচ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন। গতকালের পাওয়া জয়টি ছিল ৯৯তম জয়।

ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে টেনিসের এই কিংবদন্তী শততম জয় পেতেই পারেন। কাঙ্খিত সেই সময়টা আসতে পারে শনিবার। এদিন তিনি স্বদেশি মিওমির কেচমানোভিচের মুখোমুখি হবেন।

এদিকে নারী এককে প্রত্যাশিত জয় পেয়েছেন উইম্বল্ডনের বর্তমান রাণী বারবোরা ক্রেইচিকোভা। জয় অব্যাহত রেখেছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা সিওনতেক।

চেক প্রজতান্ত্রণের ক্রেইচিকোভা ৬-৪, ৩-৬ ও ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন ডোলহাইকে। আর পোল্যান্ডের সিওনতেক জয় পেয়েছেন যুক্তরাস্ট্রের ক্যাটি ম্যাকনালির বিপক্ষে। ম্যাচ জিতেছেন ৫-৭, ৬-২ ও ৬-১ গেমে।

Exit mobile version