হালান্ডের গোলে জয় ম্যানসিটির

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার সিটির অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। অনেকটা টেনে হিঁচড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। রবিবার জিটেক কমিউনিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ব্রেন্টফোর্ডকে একমাত্র গোলে হারিয়েছে। ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করেন ম্যানসিটির গোল মেশিন আর্লিং হালান্ড।

ম্যানসিটির গোল মেশিন হালান্ড এই এক গোলে একটা কীর্তিও গড়েছেন। প্রিমিয়ার লিগে হালান্ডের দুটো মাঠে কোনো গোল ছিল না। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলের মাঝ দিয়ে সেই গোলশূন্য মাঠের সংখ্যা একে নামিয়ে এনেছেন হালান্ড। ১১ ম্যাচে মৌসুমে এটা ছিল হালান্ডের ১৮তম গোল।

এবারের লিগে হালান্ডের এটি নবম গোল।আর এই গোলে ম্যানসিটির হয়ে কোচ পেপ গার্দিওলা ২৫০তম জয়ের দেখা পেয়েছেন। এ জন্য তাকে ৩৪৯ ম্যাচ অপেক্ষা করতে হয়েছে। এর আগে দ্রুততম ২৫০ ম্যাচ জয়ের কীর্তি ছিল আর্সেন ওয়েঙ্গারের। ৪২৩ ম্যাচে তিনি এই মাইলফলকে পৌঁছেছিলেন।

এত এত সাফল্যের পরও ম্যাচ শেষে সিটি খুব একটা স্বস্তিতে থাকতে পারেনি। দলটির মিডফিল্ডার রদ্রির ইনজুরি তাদের মুখের হাসি কেড়ে নিয়েছে।

এ জয়ের ফলে ম্যানসিটি ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের অনুসরণ করে চলেছে লিভারপুল (১৫), টটেনহাম হস্পার (১৪) ও এএফসি বোনমাউথ (১৪)।

Exit mobile version