ওয়াশিংটন ওপেন থেকে বিদায় নিয়েছেন ইংলিশ তারকা ইমা রাদুকানু। সেমিফাইনালে তিনি রাশিয়ার আনা কালিন্সকায়ার কাছে হেরে গেছেন। ৬-৪ ও ৬-৩ গেমে হেরেছেন রাদুকানু।
ব্রিটিশ নাম্বার ওয়ান খেতাব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এবারের ওয়াশিংটন ওপেনে মিশন শুরু করেছিলেন রাদুকানু। বেশ ভালোভাবেই এগুচ্ছিলেন তিনি। কিন্তু আনা কালিন্সকায়ার বিপক্ষে শেষ পর্যন্ত পেরে উঠলেন না। ফলে তারা নাম্বার ওয়ান খেতাব পুনরুদ্ধার করাও হলো না।
শিরোপা জয়ের লড়াইয়ে আনা কালিন্সকায়া কানাডার লেলাহ ফার্নান্দেজের মুখোমুখি হবেন। ফার্নান্দেজ সেমিফাইনালে কাজাখস্তানের ইলিনা রাইবাকিনাকে হারিয়েছেন। তবে রাইবাকিনর বিপক্ষে ফার্নান্দেজের লড়াইটা মোটেও সহজ ছিল না। তিন ঘন্টা ১২ মিনিট লড়তে হয়েছে তাকে। শেষ পর্যন্ত জয় এসেছে ৬-৭(২-৭), ৭-৬(৭-৩) ও ৭-৬(৭-৩) গেমে।
এদিকে পুরুষদের খেলায় অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর ফ্রান্সের কোরেনটিন মৌউটেটকে হারিয়ে ফাইনালে উঠেছেন। শিরোপা লড়াইয়ে তিনি স্পেনের আলেহান্দ্রো ডেভিডোভিচের মুখোমুখি হবেন। ডেভিডোভিচের আমেরিকার বন শেলটনকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















