শেষবার ২০০৯ সালে গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে ফাইনালে উঠেছিল যুক্তরাষ্ট্র। উইম্বলডনের সেই ফাইনাল খেলেছিলেন অ্যান্ডি রডিক। চলমান ইউএস ওপেনে ছেলেদের এককে ফাইনালে উঠে যুক্তরাষ্ট্রের ১৫ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন ফ্রিটজ।
সেরার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন আসরের সবচেয়ে ফেভারিট ও পুরুষদের শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনারের। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবেন তারা।
সেমিফাইনালে জ্যাক ড্র্যাপারকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন সিনার। বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকার সামনে এখন চ্যাম্পিয়ন হওয়ারও হাতছানি। অন্যদিকে অল-আমেরিকান সেমিফাইনালের বাধা অতিক্রম করে জীবনের প্রথম কোন মেজর টুর্নামেন্টের ফাইনালের টিকিট কাটলেন ফ্রিটজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















