২৫টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের ইতিহাস গড়ার লক্ষ্যে ইউএস ওপেনের এবারের আসর শুরু করলেন নভোক জকোভিচ। শুরুতেই করেছেন বাজিমাত। রেকর্ড গড়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা দিয়েছেন এই সার্বিয়ান তারকা।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে মলদোভার রাদু আলবোতের বিপক্ষে জয় তুলে নিয়েছেন জকোভিচ। তাঁকে ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ। এই জয়ে ফেদেরারের ৮৯ ম্যাচ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন জকোভিচ।
এই ম্যাচ জয়ের পর জোকোভিচ বলেছেন, ‘আমি যেভাবে এই প্রতিযোগিতা শুরু করতে চেয়েছিলাম, সেভাবেই করতে পেরেছি। কিছু জায়গা এ দিক ও দিক হয়েছে, তবে সেটা হতেই পারে। অলিম্পিক্সে ক্লে কোর্টে খেলছিলাম। সেখান থেকে হার্ড কোর্টে খেলতে গেল একটু গণ্ডগোল হতেই পারে। গত ছয় মাসে আমি হার্ড কোর্টে একটা ম্যাচও খেলিনি। এই কোর্টে খেলার অভ্যেসটা ফিরিয়ে আনতে হবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















