ছন্দে থাকলে আলকারাজ অবিশ্বাস্য। সেদিন তাকে থামানো কঠিন। ইউএস ওপেনের ফাইনালে আবার তা প্রমাণ করলেন কার্লোস আলাকারাজ। সিনারকে ৬-২, ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে উড়িয়ে আলকারাজ দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতলেন।
টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সিনার ও আলকারাজ। ম্যাচের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল। কিন্তু হলো না। প্রায় এত তরফা ম্যাচ বললে ভুল হবে না। একটা সেট হেরেছেন সত্যি, কিন্তু তিন সেটে সিনারকে দাঁড়াতেই দেননি। ইউএস ওপেনের পাশাপাশি টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেয়েছেন এই জয়ে।
ফাইনাল দেখতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কারণে নিরাপত্তার দিকে নজর দিতে ম্যাচ শুরু হতে খানিকটা দেরি হয়েছে। কিন্তু ম্যাচ শুরুর পর দেখা দর্শক খরা। নিরাপত্তার কঠিন পথ পাড়ি দিয়ে অনেকেই গ্যালারিতে হাজির হতে পারেননি।
তবে খেলার শুরু হতেই অন্য সবকিছু ভুলে গেলেন দর্শকেরা। উইম্বল্ডনের ফাইনালে এই সিনারের কাছে হেরেছিলেন আলকারাজ। এদিন তার প্রতিশোধটাও নিয়ে নিলেন। দুইজনের সর্বশেষ সাত লড়াইয়ের ছয়টাতেই জয় স্প্যানিশ তারকার।
সব মিলিয়ে আলকারাজের গ্র্যান্ড স্ল্যামের জয়ের সংখ্যা দাঁড়ালো ছয়ে। ইউএস ওপেন, উইম্বল্ডন ও ফ্রেঞ্চ ওপেন- তিনটি শিরোপাই দুইবার করে দেখা পেয়েছেন। কিন্তু এখনো তার হাতে ধরা দেয়নি অস্ট্রেলিয়ান ওপেন। নুতন বছরের শুরুতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের স্বপ্ন পূরণের দারুণ সুযোগ তার সামনে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















