বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্ব সামনে রেখে শুরু হয়েছে ফুটসাল দলের গঠন প্রক্রিয়া। গত রবিবার ও সোমবার রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত ট্রায়ালে অংশ নেন প্রায় ৬৫০ জন ফুটবলার। সেখান থেকে ৫২ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে বাফুফে।
এই ট্রায়ালে বিচারক হিসেবে ছিলেন জাতীয় দলের সাবেক তারকা আলফাজ আহমেদ, শামীম ও রাজু। আলফাজ জানান, ‘প্রায় ৬৫০ জন ট্রায়ালে অংশ নিয়েছেন। প্রত্যেকে অন্তত দশ মিনিট করে খেলার সুযোগ পেয়েছে। আমরা পঞ্চাশের বেশি খেলোয়াড় বাছাই করেছি। এর মধ্যে ৬-৭ জন গোলরক্ষক রয়েছেন।’
ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘আমাদের বিদেশি কোচ ইরান থেকে আগামী সপ্তাহের মধ্যে আসছে। বাফুফে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করবে।’ তিনি আরও জানান, ‘৫২ জনের মধ্যে থেকে কয়েক দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাছাই করা হবে। ১৯ আগস্টের মধ্যে চূড়ান্ত ২৪ জনের নাম এএফসিতে পাঠানো হবে। মালয়েশিয়ায় এশিয়ান বাছাইয়ে খেলবে ১৪ জন।’
২০-২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। শক্তিশালী ইরান গ্রুপের ফেবারিট হওয়ায় রানার্স আপ হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ফুটসালে দেশের ইতিহাসে এটি হবে প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ, যা ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















