ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (২-০) হয়েছে ভারত। ১-১ সমতা আসার পর ওয়ানডে সিরিজও হাতছাড়া হওয়ার শঙ্কা। কিন্তু আজ বিশাখাপত্তমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে বিধ্বস্ত করেছে ভারত। ফলে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তারা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম বলে দলীয় ১ রানেই রিকেলটনের (০) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি কক ও অধিনায়ক টেম্বা বাভুমা ১১৩ রানের জুটি গড়েন।
বাভুমা ৬৭ বলে ৫ চারে ৪৮ রানে বিদায় নেন। দ্বিতীয় উইকেটে ম্যাথু ব্রিটজকের (২৩ বলে ২ ছয়ে ২৪) সঙ্গে আরও ৫৪ রানের জুটি গড়েন ডি কক। আগের দুই ম্যাচে ব্যর্থ কক ক্যারিয়ারের ২৩তম ও ভারতের বিপক্ষে ৭ম শতক হাঁকান মাত্র ৮০ বলে।

কক ৮৯ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১০৬ রানে সাজঘরে ফেরেন। কুলদীপ যাদবের ঘূর্ণিতে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ৪৭.৫ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায়।
ডিওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ২ চার, ১ ছয়ে ২৯ ও কেশব মহারাজ অপরাজিত ২০ রান করেন। কুলদীপ ৪১ রানে ও পেসার প্রসিধ কৃষ্ণা ৬৬ রানে ৪টি করে উইকেট নেন।
জবাবে, যশস্বী জয়সওয়ালের প্রথম ওয়ানডে শতক এবং রোহিত শর্মা ও বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ৬১ বল হাতে রেখেই জয় পায় ভারত। জয়সওয়াল ১২১ বলে ১২ চার, ২ ছয়ে ১১৬ ও কোহলি ৪৫ বলে ৬ চার, ৩ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন।

৩৯.৫ ওভারে ১ উইকেটে ২৭১ রান করে জিতে যায় ভারত। রোহিত ৭৩ বলে ৭ চার, ৩ ছক্কায় ৭৫ রানে আউট হন। মহারাজ উইকেটটি নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা- ২৭০/১০; ৪৭.৫ ওভার (ডি কক ১০৬, বাভুমা ৪৮, ব্রেভিস ২৯; কুলদীপ ৪/৪১, কৃষ্ণা ৪/৬৬)।
ভারত- ২৭১/১; ৩৯.৫ ওভার (জয়সওয়াল ১১৬*, রোহিত ৭৫, কোহলি ৬৫; মহারাজ ১/৪৪)।
ফল : ভারত ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : যশস্বী জয়সওয়াল।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী
সিরিজ সেরা : বিরাট কোহলি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















