সিলেট টেস্টে পুরো একটা দিন বাংলাদেশ দল ব্যাটিং করেছে। দ্বিতীয় দিনশেষে মাত্র একটি উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছে। রানও হয়েছে বেশ দ্রুতগতিতে। এই ব্যাটিংয়ের পেছনে পরিকল্পনা কী ছিল তা দিনশেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাদমান ইসলাম অনিক। দারুন খেলতে থাকা এই বাঁহাতি ৮০ রানে আউট হয়েছেন। জানিয়েছেন পরবর্তীতে চেষ্টা করবেন ইনিংস বড় করতে। এখনও ১৬৯ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়। তার ভূয়সী প্রশংসা করলেন সাদমান।
আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে অবিশ্বাস্য ব্যাটিং পারফর্ম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ৩ টপঅর্ডারই করেছেন ফিফটি প্লাস স্কোর। টেস্টে বাংলাদেশ কোনো একটি ইনিংসে এর আগে ওপরের সারির ৩ জনের কাছ থেকেই হাফ সেঞ্চুরি প্লাস স্কোর পায়নি। এদিন দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে সাদমান বলেছেন,‘এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি আর জয় কথা বলছিলাম যেরকম বল বা উইকেট আমাদের যেমন সাপোর্ট করে বা সকালে যখন ব্যাটিংয়ে নেমেছি তখন ওইরকম সহায়তা ছিল না। আমরা বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়ত শুরুতে স্কোরটা এত ভালো আসছে।’
সাদমান মাত্র ১০৪ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন। মাত্র ৪৯ বলই ফিফটি ছুঁয়েছিলেন তিনি। আর শুরুর দিকে মাহমুদুল হাসান জয়ও দ্রুতগতিতে রান করছিলেন। এ দু’জনই এবার ন্যাশনাল ক্রিকেট লিগের (এনিসিএল) টি২০ আসরে সেঞ্চুরি করেছেন। এরই প্রভাবে হয়তো টেস্ট ম্যাচেও রান দ্রুত করার একটি প্রবণতা কাজ করেছে। এ বিষয়ে সাদমান বলেছেন,‘তেমন কোনো মানসিকতা নিয়ে কিংবা ওরকম চিন্তা করে ব্যাটিং করা হয় না। তো চিন্তা থাকে রানের গড় বুঝে রান করার। ওইটা হয়তোবা সহায়তা করে।’
মাহমুদুল হাসান জয় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। ফিরেই করলেন সেঞ্চুরি। তার বিষয়ে সাদমান বলেছেন,‘আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনো জয় আছে। আশা করি, দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।’ তার সুযোগ রয়েছে ডাবল সেঞ্চুরি করার। সে বিষয়ে সাদমান বলেন,‘আশা করি সে ওটা পারবে। যেভাবে ব্যাটিং করেছে, ওটা ধরে রাখতে পারবে আশা করি।’

জয় সেঞ্চুরি হাঁকাতে পারলেও অনেক বেশি আক্রমণাত্মক সাদমান ৮০ রানে বিদায় নিয়েছেন। মনে হচ্ছিল তিনিও সেঞ্চুরি পেয়ে যাবেন। সেটি না হওয়ার বিষয়ে সাদমান বলেছেন,‘অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওইটা নিয়েই…। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি চেষ্টা করব বড় করার।’
এই মুহুর্তে বাংলাদেশ ৫২ রানের লিড নিয়েছে। আরও কতদূর যাবে দল সে বিষয়ে সাদমান বলেছেন,‘এখনও আমরা এসব নিয়ে ভাবিনি। যেহেতু আমাদের অবস্থা এখন ভালো আছে। উইকেটও অনেক ভালো ব্যাটিংয়ের জন্য। তাই যতটা পারা যায় আমরা ব্যাট করব। তাছাড়া আমাদের আরও ভালো ব্যাটার আছে পরে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















