ইতোমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৩৮ পেরিয়ে ৩৯ বয়সের কাছাকাছি। আর মাহমুদুল্লাহ ৪০ ছুঁই ছুঁই। তাই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে তাদের প্রথম ডাকে কোনো দলই আগ্রহ দেখায়নি। ‘বি’ ক্যাটাগরিতে থাকা এ দুই সিনিয়র ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। তবে শেষ মুহূর্তে তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স দলে টেনে নিয়েছে।
দুই দফা পেছানোর পর আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নির্ধারিত সময়ের কিছু পরে নিলাম শুরু হয়। মূলত ‘এ’ ক্যাটাগরির শুধু লিটন কুমার দাস ও নাঈম শেখ ছাড়া সবাই সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন। তাই ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে ছিল আগ্রহ। কিন্তু নিলামে তাদের নাম ওঠার পর কোনো ফ্র্যাঞ্চাইজি ডাকেনি দু’জনকে।
নিয়ম অনুসারে, নিলামে কোনো ক্যাটাগরির খেলোয়াড় ওঠার পর তিনি বিক্রি না হলে পরের ক্যাটাগরিতে তাকে ডাকা হয়। সেই মোতাবেক মুশফিক ও মাহমুদউল্লাহ নিলামে ওঠার পর অবিক্রীত থাকার জন্য পরবর্তীতে ‘সি’ ক্যাটাগরিতে তাদের নাম ওঠার কথা।
কিন্তু স্থানীয় ক্রিকেটারদের নিলাম শেষ হওয়ার পর মুশফিক ও মাহমুদউল্লাহ ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্যেই দল পেয়েছেন। তাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে আগের ক্যাটাগরিতেই নেওয়া হয়েছে। মাহমুদউল্লাহকে নিয়েছে রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে মুশফিককে। দু’জনের জন্য ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা খরচা হবে রংপুর ও রাজশাহীর। গতবার ফরচুন বরিশালে খেলেছেন এবার দু’জন আলাদা দলে।

মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়ে রংপুর রাইডার্স ফেসবুক পোস্টে লিখেছে, ‘মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!’ এর আগে দল না পেয়ে মুশফিক রহস্যময় পোস্ট দেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।’
এবার নিলামে বড় চমক ছিলেন নাঈম শেখ। দেশি খেলোয়াড়দের মধ্যে এই বাঁহাতি ওপেনারকে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আরেক তারকা লিটন দাসেরও জায়গা হয়েছে রংপুর রাইডার্সে। উভয়ে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন এবং সরাসরি চুক্তিতে দল পাননি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















