বৃষ্টিতে ভেস্তে গেলো গুয়াহাটিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে হওয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বৃষ্টির কারণে পরে একটি বলও মাঠে গড়ায়নি।
অবশ্য গতকাল এই মাঠেই নিজেদের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আয়েশী জয় পেয়েছে বাংলাদেশ। টসজয়ী শ্রীলঙ্কা শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভার এক বলে গুটিয়ে যাওয়ার আড়ে ২৬৩ রান তুলেছিলো। জবাবে টপ অর্ডারের তিন ব্যাটারের হাফ সেঞ্চুরিতে আট ওভার অর্থাৎ ৪৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় মেহিদী হাসান মিরাজের দল। আগের দিন অনুশীলনে বল খেলার সময় সাকিব আল হাসান ইনজুরিতে পড়ার কারণে এই ম্যাচ খেলেননি।
বৃষ্টিতে পরিত্যক্ত আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ:
২৯ সেপ্টেম্বর, শুক্রবার তিন ওয়ার্ম-আপ ম্যাচের মধ্যে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হয়। কেরালার তিরুবনন্তপুরামে গ্রিনফিল্ড ইন্টারন্যাল স্টেডিয়ামে বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি।
৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হার:
হায়দারাবাদের উপ্পালে রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩৪৫ রান করেও জিততে পারেনি পাকিস্তান। টসজয়ী পাকিস্তান শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে বড় সংগ্রহ পেলেও ৩৮ বল হাতে রেখেই ৫ উইকেটে ৩৪৬ রান তুলে নেয় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করে রিটায়ার্ড আউট হন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া বাবর আজম ৮০ ও সউদ শাকিল করেন ৭৫ রান। কিন্তু রাচিন রবিন্দ্রর ৭২ বলে ৯৭, কেন উইলিয়ামসনের ৫৪, ড্যারিল মিচেলের ৫৯ রানের পর মার্ক চ্যাপম্যানের ৪১ বলে অপরাজিত ৬৫ ও জেমস নিশামের ২১ বলে ৩৩ রানের সুবাদে সহজ জয় পায় নিউজিল্যান্ড।
দু’টি করে ওয়ার্ম-আপ ম্যাচ:
পাঁচ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বকাপের ময়দানী লড়াই। তার আগে বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলই দু’টি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















