নারী কাবাডি বিশ্বকাপে টানা দুই ম্যাচে উগান্ডা আর জার্মানিকে উড়িয়ে দেয় স্বাগতিক বাংলাদেশ নারী কাবাডি দল। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্যতম হট ফেভারিট ভারত নারী কাবাডি দলের সঙ্গে পারেনি বাংলাদেশের মেয়েরা। নিজেদের তৃতীয় ম্যাচে আজ সন্ধ্যায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৪৩-১৮ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
শক্তিশালী ভারত নারী কাবাডি দল প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী কাবাডি দলকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে দেয়। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট থাইল্যান্ড বেশ চ্যালেঞ্জিং দল। তাদের বিপক্ষেই বাংলাদেশের শনিবার সকালে শেষ গ্রুপ ম্যাচ। ওই ম্যাচের ফলাফলের ওপর সেমিফাইনাল খেলার বিষয়টি নির্ভর করছে।
আজ সন্ধ্যায় ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই কোনঠাসা ছিল বাংলাদেশ নারী কাবাডি দল। শারীরিক গড়ন, টেকনিক ও ট্যাকটিকস- সব বিভাগেই এগিয়ে ভারত। তারা এ কারণেই চ্যাম্পিয়ন হয়েছে ২০১২ সালের প্রথম বিশ্বকাপ আসরে। তারই ছাপ দেখা গেছে আজকের ম্যাচে। রুপালী আক্তারের দল দাঁড়াতেই পারেনি দাপুটে ভারতের সামনে।

রেইড ও ট্যাকলে বারবার বাংলাদেশের মেয়েরা বারবার ব্যর্থ হয়েছে। আর ভারত ঠিকই সাফল্যের সাথে পয়েন্ট তুলে নিয়েছে। ৬ মিনিটের মধ্যেই বাংলাদেশকে অলআউট করে ১২-৫ পয়েন্টে এগিয়ে যায় ভারত। এরপর আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক মেয়েরা।
প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে এগিয়ে ছিল ভারত। বিরতির পর অবশ্য ভারত ১৩ আর বাংলাদেশ ৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু তৃতীয়বারের মতো অলআউট হয়ে বেকায়দায় পড়ে আরও পিছিয়ে যায় বাংলাদেশ নারী কাবাডি দল। শেষ পর্যন্ত বড় হার দেখতে হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















