বিরাট কোহলি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রিকেট ও ফুটবল বিশ্বের দুই মহাতারকা। যাদের দেখে নতুন এই প্রজন্ম উদ্বুদ্ধ হয় ক্রিকেট অথবা ফুটবলকে নিজেদের পেশা হিসেবে বেছে নিতে। লক্ষ লক্ষ মানুষকে নিরন্তন অনুপ্রেরণা জুগিয়ে যাওয়া এই দুই কিংবদন্তিকে নিয়ে সম্প্রতি বেশ মজার এক তথ্য প্রকাশ করেছে ‘গুগল’। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২৫ বছর পার করেছে তাঁরা। নিজেদের ২৫ বছরের ইতিহাসে সর্বাধিক খোঁজ করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।
অবধারিতভাবেই এই তালিকার শীর্ষে আছেন পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুধুমাত্র ২০২৩ সালে যে ক্রিকেটারকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে তিনি ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি।
প্রতিষ্ঠার পর থেকে গুগলের ২৫ বছরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের জিনিষ খুঁজেছেন সার্চ ইঞ্জিনটিতে। নিজেদের প্রিয় খেলোয়াড়, দল এবং স্টেডিয়াম নিয়ে নিত্যনতুন তথ্য জানার সবচেয়ে বড় মাধ্যম গুগল। সেখানে ফুটবল তো বটেই, ক্রীড়াপ্রেমিরা সব খেলা মিলিয়ে সবচেয়ে বেশিবার খুঁজেছেন পর্তুগীজ মহাতারকা রোনালদোকে। মাঠের মতো মাঠের বাইরেও সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন সাবেক মাদ্রিদ তারকা।
তবে শুধু চলতি বছরের খোঁজের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন আমেরিকান ফুটবলার দামার হ্যামলিন। তালিকায় এরপরেই আছেন বিশ্বকাপজয়ী ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এই পিএসজি তারকা ফুটবলারের পরের স্থানটি আরেক আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসের দখলে রয়েছে। সর্বাধিক খোঁজকৃত দশজন খেলোয়াড়ের মধ্যে দুইজন তরুণ ক্রিকেটারও আছেন। একজন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, আরেকজন শচীনের জামাতা শুবমান গিল।
শীর্ষ দশ খেলোয়াড়ের তালিকায় জায়গা পাননি ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তী স্ট্রাইকার লিওনেল মেসি। তবে তাঁর নতুন দল ‘ইন্টার মায়ামি’ ঠিকই স্পোর্টস টিমের তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছে। এই তালিকার তৃতীয় স্থান দখলে রেখেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘আল নাসর’। নিজেদের মাটিতে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করা ভারত জাতীয় ক্রিকেট দল শীর্ষ দশের তালিকায় নবম স্থানটি দখলে রেখেছে।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হোম স্টেডিয়াম, স্পটিফাই ক্যাম্প ন্যু, সর্বাধিক খোঁজকৃত স্টেডিয়ামের তালিকায় শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী ক্লাব রিয়াল মাদ্রিদের হোম স্টেডিয়াম, সান্তিয়াগো বার্নাব্যু। ক্যাম্প ন্যু- এর পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ওয়েম্বলি ফুটবল স্টেডিয়াম তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
ইন্সটাগ্রামে সর্বাধিক অনুসারীর রেকর্ডটাও রোনালদোর দখলে। অন্যদিকে ক্রিকেটারদের মধ্যে এই রাজ্যের রাজা বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ভাঙা অথবা এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া কোহলিকে ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।