৬ষ্ঠ বিবাহবার্ষিকীর অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন আনুশকা শর্মা ও ভিরাট কোহলি

আনুশকা শর্মার বিয়ের ৬ বছর পূর্ণ হল। আনুশকা শর্মা ও ভিরাট কোহলিকে কালো পোশাকে সজ্জিত হতে দেখা যায় তাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে। মঙ্গলবার দুজনেই তাদের বিবাহবার্ষিকীর ছবি শেয়ার করেন।

সোমবার আনুশকা শর্মা এবং বিরাট কোহলি তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে গিয়ে, আনুশকা এই বছরের উদযাপনের একগুচ্ছ ছবিসহ বিরাটের জন্য একটি এনিভার্সারি নোট লিখে পোস্ট করেছেন। পরিবার এবং বন্ধুদের সাথে দিনটি উদযাপন করার সময় দুজনে কালোই পোশাকে সজ্জিত ছিলেন।

বিরাটের সাথে একটি সুন্দর আদরমাখা ছবি শেয়ার করে আনুশকা ইনস্টাগ্রামে লিখেছেন, “ভালোবাসা এবং বন্ধুবান্ধব এবং পরিবার পূর্ণ দিন। ইন্সটাগ্রামের জন্য পোস্ট করতে খুব দেরি হয়ে গেল? আমার অন্তহীনের ৬ বছর পূর্ণ হলো। ছবিতে দেখা যাচ্ছে আনুশকা বিরাটের সাথে তার গলায় হাত রেখে পোজ দিচ্ছেন।

বিরাট ও ছবি পোষ্ট করতে ভোলেননি, তবে কথা দিয়ে নয় ভালোবাসার একটি ইমোজি দিয়ে মনের ভাব উজাড় করে দিয়েছেন তিনি।

২০১৭ সালে ১১ ডিসেম্বর একসাথে গাঁটছড়া বাঁধেন বিরুস্কা জুটি। পথচলার ছয় বছর পূর্ণ হল তাদের। তবে তাতে ভালোবাসার কোন পরিবর্তন হয়নি তাদের। ২০২১ সালে জন্ম দিয়েছে তাদের মেয়ে ভামিকাকে। ভামিকা তাদের সংসার আলোয় ভরে রেখেছে। গতকাল ছিল এই জুটির ষষ্ঠ বিবাহবার্ষিকী। খুব বেশি জাঁকজমক ছিল না এই অনুষ্ঠানে। পরিবার এবং বন্ধুদের সাথে ঘরোয়া পার্টির মাধ্যমেই দিনটি পালন করেন এই পাওয়ার কাপল।

জীবনে সুন্দর করে বাঁচতে কি প্রয়োজন হয়? দেখা যাবে যে একটি ভরসা করার মতো হাত অথবা কাঁধ। বর্তমান প্রজন্মের কাছে বিরাট আনুশকা জুটিকে পারফেক্ট কাপলের তকমা দিয়েছেন। চলার পথে বন্ধুত্ব ও ভালোবাসা কতটা প্রয়োজন তা বিরুস্কা জুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন।

Exit mobile version