স্প্রিঙ্গারের হ্যাটট্রিকে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ , টানা দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে আগেই সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে শামার স্প্রিঙ্গারের হ্যাটট্রিকে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা। দুবাইয়ে আজ আফগানিস্তান ১৫ রানে হারলেও সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। আফগান স্পিনারদের বিপক্ষে মোটামুটি ভালো গতিতেই রান তুলেছে তারা। পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৪৩ রান পায় ক্যারিবিয়রা।
একপ্রান্তে ছোটো ছোটো ইনিংস খেলে সবাই আউট হলেও ১৬তম ওভার পর্যন্ত ব্যাট করেছেন অধিনায়ক ব্র্যান্ডন কিং। এই ওপেনার ৩৫ বলে ২ চার, ৩ ছক্কায় ৪৭ রানে আউট হন।
শেষদিকে ম্যাথু ফোর্ড ১১ বলে ২ চার, ২ ছয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে। ২টি করে উইকেট নেন রশিদ খান, জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আদমদজাই।
জবাবে নেমে ১০ ওভারেই বিনা উইকেটে ৭২ রান তোলে আফগানিস্তান। তখন মনে হয়েছে সহজ জয় পেতে যাচ্ছে তারা। কিন্তু ইব্রাহিম জাদরান ২৭ বলে ৪ চারে ২৮ রানে আউট হওয়ার পর ধস নামে। পরবর্তী ২৬ রানে ৬ উইকেট হারায় তারা।
এরপর আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। একাই লড়তে থাকা ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৯তম ওভারের প্রথম বলে স্প্রিঙ্গারের শিকার হন। তখন ১১ বলে ২৫ রান প্রয়োজন আফগানিস্তানের।

পরের বলেই রশিদ খানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচে আউট করেন স্প্রিঙ্গার। ১৯তম ওভারের তৃতীয় বলে স্প্রিঙ্গার বোল্ড করে দেন শহিদউল্লাহকে। এতে হ্যাটট্রিক পূর্ণ হয় এই ২৮ বছর বয়সি পেসারের।
আফগানিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করতে সক্ষম হয়। গুরবাজ ৫৮ বলে ৮ চার, ১ ছয়ে ৭১ রান করেন। স্প্রিঙ্গার ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ- ১৫১/৭; ২০ ওভার (কিং ৪৭, ফোর্ড ২৭*, চার্লস ১৭, স্প্রিঙ্গার ১৬*; রশিদ ২/১৩, আদমদজাই ২/৩০, জিয়াউর ২/৪৫)।
আফগানিস্তান- ১৩৬/৮; ২০ ওভার (গুরবাজ ৭১, ইব্রাহিম ২৮; স্প্রিঙ্গার ৪/২০)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে জয়ী।
ম্যাচসেরা : শামার স্প্রিঙ্গার।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয়ী।
সিরিজ সেরা : দারবিশ রসুলি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















