শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্বে বিক্রম রাঠোর
ভারতীয় ব্যাটিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার , আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচ নিয়োগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিশ্বকাপের কিছু আগে থেকে শেষ হওয়ার পরে পর্যন্ত এই সাবেক ভারতীয় ক্রিকেটার কাজ করবেন শ্রীলঙ্কা দলের সাথে।
আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত। তবে বিক্রম রাঠোরকে ১৮ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত টি-টোয়েন্টি দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএলসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাঠোরকে নিয়োগের মূল লক্ষ্য বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতি জোরদার করা। তিনি ভারত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন। আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সহকারী কোচ হিসেবে অভিজ্ঞতা আছে দায়িত্ব পালনের।

সাবেক ভারতীয় ব্যাটার বিক্রম রাঠোর ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ভারতের পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ ছিলেন। আর বর্তমানে তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের সহকারী কোচ হিসেবে আছেন।
রাঠেরকে নিয়োগের ১ মাস আগেই এসএলসি আরেক সাবেক ভারতীয় আর শ্রীধরকে কোচিং স্টাফ হিসেবে যোগ করেছে। বিশ্বকাপ সামনে রেখে তিনিও স্বল্পমেয়াদে শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ হয়েছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা আছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ওমানের সঙ্গে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















