প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা ১৯ রানে। কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচটি জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল স্বাগতিক লঙ্কানরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৫০ রানের উদ্বোধনী জুটি পায়। তবে ১২৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি গড়েন কুসল মেন্ডিস ও জানিথ লিয়ানাগে।

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা । ছবি: সংগৃহীত

লিয়ানাগে ৫৩ বলে ৫ চার, ২ ছয়ে ৪৬ রানে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন কুসল। তিনি ১১৭ বলে ১১ চারে হার না মানা ৯৩ রান করেন। শেষদিকে দুনিথ ভেল্লালাগে ১২ বলে ৩ চার, ১ ছয়ে ২৫ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কা ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান তোলে। ইংল্যান্ডের পক্ষে লেগস্পিনার আদিল রশিদ ১০ ওভারে ৪৪ রানে ৩ উইকেট নেন।

জবাবে ১২ রানে ১ উইকেট হারানো ইংল্যান্ডকে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি উপহার দেন বেন ডাকেট ও জো রুট। উভয়ে হাফ সেঞ্চুরি করেন। ডাকেট ৭৬ বলে ৫ চার, ১ ছয়ে ৬২ রানে বিদায় নিলে জুটি ভাঙে।

৫ ওভার পর রুটও আউট হন ৯০ বলে ৫ চারে ৬১ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ফলে বড় কোনো জুটি হয়নি।

ব্যাট হাতে ভালো করা ভেল্লালাগে বল হাতেও ভেল্কি দেখান, ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৫২ রানেই ‍গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। শেষদিকে রেহান আহমেদ ২১ বলে ৫ চারে ২৭ ও জেমি ওভারটন মাত্র ১৭ বলে ৪ চার, ২ ছয়ে ৩৪ রান করেন।

শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ৫.২ ওভারে ৩৯ রানে ৩টি এবং ভেল্লালাগে ও জেফ্রি ভ্যান্ডারসে ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা- ২৭১/৬; ৫০ ওভার (কুসল ৯৩*, লিয়ানাগে ৪৬, মিশারা ২৭, ভেল্লালাগে ২৫*; আদিল ৩/৪৪)।

ইংল্যান্ড- ২৫২/১০; ৪৯.২ ওভার (ডাকেট ৬২, রুট ৬১, ওভারটন ৩৪*, রেহান ২৭; মাদুশান ৩/৩৯, ভ্যান্ডারসে ২/৩৯, ভেল্লালাগে ২/৪১)।

ফল : শ্রীলঙ্কা ১৯ রানে জয়ী।

ম্যাচসেরা : দুনিথ ভেল্লালাগে।

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে।

Exit mobile version