যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপ দলে শ্রীলঙ্কার অলরাউন্ডার

যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপ দলে শ্রীলঙ্কার অলরাউন্ডার

যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপ দলে শ্রীলঙ্কার অলরাউন্ডার, ছবি : সংগৃহীত

৭ দিন পরই মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। এই আসরের জন্য যুক্তরাষ্ট্র দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার শিহান জয়াসুরিয়াকে নিয়ে। এছাড়া প্রথমবার ডাক পেয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত অলরাউন্ডার মোহাম্মদ মহসিন।

৩৪ বছর বয়সি শিহান জয়াসুরিয়া ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১২ ওয়ানডে ও ১৮ টি-২০ খেলেছেন। এই বাঁহাতি ব্যাটার ও ডানহাতি অফস্পিনার এবার টি-২০ বিশ্বকাপ খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে।  

এছাড়া টি-২০ বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন পেশোওয়ারে জন্ম নেওয়া ২৯ বছর বয়সি মোহাম্মদ মহসিন। তিনি মূলত লেগস্পিন অলরাউন্ডার। এখন বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে আছেন পুনেতে জন্ম নেওয়া ব্যাটার শুভম রঞ্জন। চারটি ওয়ানডে খেললেও প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় তিনি। ভারতের হয়ে সাত টেস্ট খেলা মিডিয়াম পেসার বসন্ত রঞ্জনের নাতি শুভম।

২০২৪ টি-২০ বিশ্বকাপে চমক দেখায় যুক্তরাষ্ট্র, ছবি : সংগৃহীত

ঘরের মাটিতে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সুপার এইটে তোলা ১০ খেলোয়াড়ই আছেন এবার। দলের হয়ে সেবার সর্বাধিক রান করা আন্দ্রিয়াস গাউস ও সর্বাধিক উইকেট নেওয়া সৌরভ নেত্রভালকার আছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আছেন মোনাঙ্ক প্যাটেল। তবে অন্যতম তারকা ব্যাটার অ্যারন জোন্স  নেই। আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভেঙে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি।

‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও ভারত। ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ১০ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তান এবং চেন্নাইয়ে ১৩ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও ১৫ ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে খেলবে তারা।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জাসদীপ সিং, আন্দ্রিয়াস গাউস, শিহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নসথুস কেনজিগে, শ্যাডলি ফন শ্যালভিক, সৌরভ নেত্রভালকার, আলী খান, মোহাম্মদ মহসিন ও শুভম রঞ্জন।

Exit mobile version