সুয়ারেজের জোড়া গোলে হার পিএসজি’র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

সুয়ারেজের জোড়া গোলে হার পিএসজি'র

ছবি: সংগৃহীত।

সুয়ারেজের জোড়া গোলে হার পিএসজি’র , উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা হজম করতে হলো বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইকে। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা স্পোর্টিং সিপি’র কাছে ২-১ গোলে হেরে গেছে। সাত ম্যাচে প্যারিস সেন্ত জার্মেইয়ের এটা দ্বিতীয় হার।

এ হারের ফলে প্যারিস সেন্ত জার্মেই সাত ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে এ জয় নিয়ে স্পোর্টিং উঠে এসেছে ষষ্ঠ স্থানে। প্যারিস সেন্ত জার্মেইয়ের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে তারা। তাদেরও পয়েন্ট ১৩।

স্পোর্টিং সিপি’র এ জয়ে বড় অবদান লুইস সুয়ারেজের। উভয় গোল করেন তিনি। গোলশূন্য প্রথমার্ধের পর মাত্র ১৬ মিনিটের ব্যবধানে গোল দুটো করে সুয়ারেজ। প্রথমটি ৭৪ মিনিটে ও দ্বিতীয়টি ৯০ মিনিট। মাঝে ৭৯ মিনিটে প্যারিস সেন্ত জার্মেই ব্যবধান কমানোর একমাত্র গোলটি করে।

বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের জন্য এটা ছিল এক হতাশার রাত। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটা ছিল তাদের ৩০০তম ম্যাচ। মাইলফলকের এ ম্যাচটি স্মরণীয় করে রাখার দারুণ এক সুযোগ ছিল তাদের সামনে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল অপেক্ষাকৃত দুর্বল দল। সে হিসেবে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল তারা। মাঠে বেশিরভাগ সময় ছিল তাদের আধিপত্য। ৭৮ শতাংশ সময় দল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের জাল লক্ষ্য করে নিয়েছে ১৫টি শট। এর মধ্যে চারটি পোস্টে থাকলেও একটার বেশি গোলের দেখা পায়নি তারা। গোল নষ্ট করার মাশুল দিতে হয়েছে হারের লজ্জা সঙ্গী করে।

Exit mobile version