যুব বিশ্বকাপের আগে ভারতের বড় সিদ্ধান্ত – অধিনায়ক নিয়ে চমক

যুব বিশ্বকাপের আগে ভারতের বড় সিদ্ধান্ত, অধিনায়ক নিয়ে চমক

ভারত অ-১৯ দল। ছবি: কালেক্টেড

যুব বিশ্বকাপের আগে ভারতের বড় সিদ্ধান্ত, অধিনায়ক নিয়ে চমক । অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই, যেখানে অধিনায়কত্ব রাখা হয়েছে আয়ুষ মাহাত্রের হাতে। তবে বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অন্য একজন। তিনি হলেন বৈভব সূর্যবংশী।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৫ জানুয়ারি ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।

শনিবার (২৭ ডিসেম্বর) বিশ্বকাপ শুরুর ৯ দিন আগে দল ঘোষণা করে ভারত । নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা চোটে থাকায়, বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীকে। তবে চোট কাটিয়ে ফেরা মাহাত্রেকেই বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক হিসেবে রেখেছেন নির্বাচকেরা।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেই ১৭১ রানের ইনিংস খেলে আলোচনায় উঠে আসেন বৈভব। তবে এরপর পুরো টুর্নামেন্টে একটি ফিফটির বাইরে বড় রান করতে পারেননি তিনি। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয় ভারতের।

এই পারফরম্যান্সের পর বড় ম্যাচের চাপ সামলাতে পারা নিয়ে প্রশ্ন উঠলেও নির্বাচকদের আস্থা এখনও বৈভবের ওপরই। তার সাম্প্রতিক ফর্মের প্রমাণ মিলেছে বিজয় হাজারে ট্রফিতে, যেখানে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন এই তরুণ ব্যাটার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল

আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মোহামেদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিংহ ও উদ্ধব মোহন।

Exit mobile version