স্বর্ণার অলরাউন্ড নৈপুণ্যে টাইগ্রেসদের টানা দ্বিতীয় জয় । টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের পর আজ (মঙ্গলবার) কীর্তিপুরে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে বাংলাদেশ। ১৬৯ রানের টার্গেট দিয়ে ৩৬ রানে সাত উইকেট তুলে নিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ৯ উইকেটে পাপুয়া নিউগিনিকে ১৩৮ রানে আটকে দেয়। ৩০ রানের এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা। নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৮ রান তোলে বাংলাদেশ নারী দল। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ৪৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু হয়েছিল। ১১ বলে ১৭ রান করেন জুরাইরিয়া। তারপর এই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৬তম ওভারে শারমীন আক্তার আউট হওয়ার পর সোবহানা মোস্তারিকে নিয়ে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। দুজনের জুটি ছিল ৬২ রানের।
শেষ দিকে স্বর্ণা আক্তার ১৪ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৭ রানের অপরাজিত থাকেন। এছাড়া সোবহানা ২৪ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। শারমীন করেন ২৮ রান। মাইরি টম, হিনাও থমাস ও দিকা লোহিয়া পিএনজির পক্ষে একটি করে উইকেট নেন।
জবাবে নিউগিনি ৩.১ ওভারে ৩২ রান তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়েছিল। পরপর দুই ওভারে সাত বলের মধ্যে দুটি উইকেট হারিয়ে ধাক্কা খায় তারা। ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমি ফের দাঁড়িয়ে যান। এই জুটিতে ৫৪ রান তোলে নিউগিনি। ১৪তম ওভারে ব্রেন্ডাকে ৩৫ রানে ফেরান সোবহানা। এরপর ব্যাটিং ধস। ২ উইকেটে ৯৮ রান করা দলটি ১৩৪ রান করতেই ৯ উইকেট হারায়। সিবোনা ২৮ রান করেন। এছাড়া ২১ রান করেন হোলান দরিগা। বাংলাদেশের হয়ে সাত জন বোলার বল করেছেন। কেবল সুলতানা খাতুন কোনো উইকেট পাননি। বাকিরা একটি করে উইকেট দখলে নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















