৭ দিন আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছিল সিলেট টাইটান্স। এবার ২০ রানে জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সিলেট। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮। আর ঢাকা ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ৫ নম্বরে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সিলেট টাইটান্স ৬ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। আরিফুল ইসলাম ২৯ বলে ৪ চারে ৩৮, আজমতউল্লাহ ওমরজাই ২৩ বলে ৩ চার, ১ ছয়ে ৩৩ ও পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৫ চার, ১ ছয়ে ৩২ রান করেন।
শেষদিকে মঈন আলি মাত্র ৮ বলে ২ চার, ৩ ছক্কায় ২৮ রান করলে বড় সংগ্রহ পেয়েছে সিলেট। ঢাকার হয়ে মিডিয়াম পেসার জিয়াউর রহমান ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে ওপেনিং জুটির ৫৬ রানে পাওয়ার প্লে’র ৬ ওভারে ঢাকা ক্যাপিটালস ১ উইকেটে ৫৭ রান তোলে। আব্দুল্লাহ আল মামুন ১১ বলে ৫ চারে ২৪ রানে বিদায় নেন। এরপর দ্রুত নাসির হোসেন (৭ বলে ৩) ও শামীম হোসেন পাটোয়ারি (২ বলে ১) আউট হলে বিপাকে পড়ে ঢাকা।
একপ্রান্তে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দারুণ ব্যাটিং করেছেন। তিনি চতুর্থ উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ৪৪ বলে ৩ চার, ২ ছয়ে ৫১ রান করে।
পরের ওভারে সাইফও ১৪ বলে ১ চার, ১ ছয়ে ২২ রানে আউট হন। পরবর্তীতে সাব্বির রহমান কিছুটা চেষ্টা করলেও আর কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। তাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করতে পেরেছে ঢাকা।
সাব্বির ১৬ বলে ২ ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পেসার সালমান ইরশাদ ৪ ওভারে ২৫ রানে ৩টি ও মঈন ৪ ওভারে ২০ রানে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটান্স- ১৮০/৬; ২০ ওভার (আরিফুল ৩৮, ওমরজাই ৩৩, পারভেজ ৩২, মঈন ২৮; জিয়াউর ৩/৩৫)।
ঢাকা ক্যাপিটালস- ১৬০/৮; ২০ ওভার (গুরবাজ ৫১, সাব্বির ২৫*, আব্দুল্লাহ ২৪, সাইফ ২২; সালমান ৩/২৫, মঈন ২/২০)।
ফল : সিলেট টাইটান্স ২০ রানে জয়ী।
ম্যাচসেরা : মঈন আলি (সিলেট টাইটান্স)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















