রংপুরকে ১১৪ রানে থামালো সিলেট

রংপুরকে ১১৪ রানে থামালো সিলেট

রংপুরকে ১১৪ রানে থামালো সিলেট , ছবি: সংগৃহীত

রংপুরকে ১১৪ রানে থামালো সিলেট । বিপিএলের ২৩তম ম্যাচে স্বাগতিক সিলেটকে ১১৫ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলিং তোপে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে রংপুর। দলীয় ৬ রানে বিদায় নেন দুই ওপেনার। কাইল মায়ার্স শুন্য ও তাওহীদ হৃদয় ৪ রান করে বিদায় নেন।

এরপর লিটন দাস ও ইফতিখার আহমেদ ২১ রানের জুটি করেন। ভালো শুরুর পর লিটন বিদায় নেন ২২ রানে। দলীয় ৬৭ রানে ১৭ রান করে আউট ইফতিখার। টপঅর্ডারের চার ব্যাটারকে হারানোর পর খুশদিল শাহ দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে বিদায় নেন।

১৬.৩ ওভারে ৯ উইকেটে হারায় তারা। শেষ ব্যাটার হিসেবে বিদায় নেওয়ার আগে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯ রান করে আউট হন। বল হাতে সিলেটের পক্ষে নাসুম আহমেদ ও শহিদ ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়া মঈন আলী নেন দুটি উইকেট।

Exit mobile version