রংপুরকে উড়িয়ে দুইয়ে সিলেট টাইটান্স

রংপুরকে উড়িয়ে দুইয়ে সিলেট টাইটান্স

শীর্ষের লড়াইয়ে এগিয়ে সিলেট।

সিলেট টাইটান্সের জয়ের উল্লাস

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী রংপুরকে উড়িয়ে দুইয়ে সিলেট টাইটান্স । সোমবার সিলেটে রংপুরকে ৬ উইকেটে হারায় স্বাগতিকরা। টানা চার জয়ের পর চার ম্যাচেই হারল নুরুল হাসান সোহানের দল। এ জয়ের ফলে বিপিএল ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মিরাজের সিলেট। অন্যদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে রংপুর।

এদিন সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে ১১৯ রান তোলে সিলেট। দলের পক্ষে ওপেনার তৌফিক খান ৩৩ ও আরিফুল ইসলাম ২১ রান করে বিদায় নেন। এছাড়া আফিফের ব্যাট থেকে আসে ১২ রান। তবে ওপেনার পারভেজ হোসেন ইমন ৪১ বলে তিনটি করে চারও ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন।


এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলিং তোপে ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে রংপুর। দলীয় ৬ রানে বিদায় নেন দুই ওপেনার। কাইল মায়ার্স শুন্য ও তাওহীদ হৃদয় ৪ রান করে বিদায় নেন।

রংপুরকে উড়িয়ে দুইয়ে সিলেট টাইটান্স ।

এরপর লিটন দাস ও ইফতিখার আহমেদ ২১ রানের জুটি করেন। ভালো শুরুর পর লিটন বিদায় নেন ২২ রানে। দলীয় ৬৭ রানে ১৭ রান করে আউট ইফতিখার। টপঅর্ডারের চার ব্যাটারকে হারানোর পর খুশদিল শাহ দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে বিদায় নেন।

১৬.৩ ওভারে ৯ উইকেটে হারায় তারা। শেষ ব্যাটার হিসেবে বিদায় নেওয়ার আগে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯ রান করে আউট হন। বল হাতে সিলেটের পক্ষে নাসুম আহমেদ ও শহিদ ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়া মঈন আলী নেন দুটি উইকেট।


সংক্ষিপ্ত স্কোর
রংপুর ১৯.১ ওভারে ১১৪/১০
সিলেট ১৭.৩ ওভারে ১১৯/৪
সিলেট ৬ উইকেটে জয়ী

Exit mobile version