সিলেটে হার্ট অ্যাটাক করেছেন ঢাকার সহকারী কোচ , বিপিএলের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে এই ম্যাচের আগেই হার্ট অ্যাটাক করেছেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছিলেন জাকি। আচমকা হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয় হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা।
অসুস্থ কোচকে হাসপাতালে নেওয়ার বিষয়ে ঢাকা বিবৃতিতে উল্লেখ করেছে, ‘ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার পর আরও তথ্য জানানো হবে।
বিপিএলকে সামনে রেখে মাত্র দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। বেশ সাবলীলভাবেই কথা বলছিলেন দলের ভাবনা নিয়ে। যথারীতি ঢাকার প্রথম ম্যাচের আগেও শিষ্যদের নিয়ে কাজ করছিলেন।
তবে ম্যাচ শুরুর আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে সিপিআর ( কার্ডিওপালমোনারি রিসাসিটেশন ) দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি না হওয়ায় তড়িঘড়ি করে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওয়ানা হয় মেডিকেল টিম।
