বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ১৯১ রানের টার্গেট দিলো স্বাগতিক সিলেট টাইটান্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায় সিলেট। রাজশাহীর পক্ষে চার ওভারে ৩৮ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন নেপালী ক্রিকেটার সন্দ্বিপ লামিছানে।
টস ভাগ্য সহায় না হলেও দলকে ভালো একটা সংগ্রহ এনে দিয়েছেন স্বাগতিক সিলেটের ব্যাটাররা। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমন। চতুর্থ উইকেটে ইমন ও আফিফ হোসেনের ব্যাটে এসেছে ৮৬ রানের জুটি।
ইনিংসের ২০তম ওভারের ৫ম বলে ৩৩ রান করে রান আউট হন আফিফ। পরের বলে তানজিম হাসান সাকিবের বলে এলবিডাব্লিউ এর শিকার হন ইংলিশ ক্রিকেটার ইথন ব্রুকস। রাজশাহীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার রনি তালুকদার। আরেক ওপেনার পাকিস্তানের সাইম আইয়ূবের ব্যাটে এসেছে ১৫ বলে চতুর্থ সর্বোচ্চ ২৮ রান।
রাজশাহীর পক্ষে চার ওভারে চার ওভারে ৩৮ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেট পেয়েছেন নেপালের ক্রিকেটার সন্দ্বিপ লামিছানে। একটি করে উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার বিনুরা ফার্ণান্দো ও বাংলাদেশী পেসার তানজিম হাসান সাকিব।
