বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১৮১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হয়েছে দুই দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তোলে সিলেট টাইটান্স। তবে সপ্তম ওভারের দ্বিতীয় বলেই তাওফিক খান ২১ বলে ২ চারে ১৭ রানে বিদায় নেন। পরের ওভারেই আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৫ চার, ১ ছয়ে ৩২ রান করে আউট হন।
এরপর দ্রুতই সাজঘরে ফিরেছেন আফিফ হোসেন (৯ বলে ৬)। কিন্তু চতুর্থ উইকেটে আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাই ৬২ রানের দারুণ এক জুটি গড়ে সিলেটকে বড় পুঁজির ভিত গড়ে দেন।
১৮তম ওভারে আরিফুল ২৯ বলে ৪ চারে ৩৮ রান করে জিয়াউর রহমানের মিডিয়াম পেসে কট অ্যান্ড বোল্ড হন। একই ওভারে ২৩ বলে ৩ চার, ১ ছয়ে ৩৩ রান করা ওমরজাইকেও শিকার করেন জিয়া।
অবশ্য ষষ্ঠ উইকেটে মাত্র ১১ বলে ৩৮ রানের বিধ্বংসী জুটি গড়ে তোলেন মঈন আলি ও ইথান ব্রুকস। মঈন মাত্র ৮ বলে ২ চার, ৩ ছয়ে ২৮ রান করেন। তাকেও ফেরান জিয়াউর রহমান।
শেষ পর্যন্ত সিলেট টাইটান্স ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। জিয়াউর রহমান ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
