রংপুর রাইডার্সকে ১৪৫ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতে স্বাগতিকরা ২০ ওভারে ১৪৪ রান করে ৮ উইকেট হারিয়ে আগে ব্যাট করে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে সিলেট টাইটান্স। শুরু থেকে রানের গতি ভালো থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তাই পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেটে হারিয়ে ৩৯ রান করলেও চাপে পড়ে সিলেট।
সাইম আইয়ুব ৭ বলে ১১, রনি তালুকদার ১৪ বলে ৩ চার ও ১ ছয়ে ১৯ এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৬ বলে ৪ রানে আউট হন। নবম ওভারে পারভেজ হোসেন ইমনও (১৯ বলে ১৫) মৃত্যুঞ্জয় চৌধুরির পেসে বোল্ড হন।
৬৩ রানে ৪ উইকেট হারানো সিলেটকে বিপদ থেকে বাঁচিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও ইথান ব্রুকস। দু’জন পঞ্চম উইকেটে ৫০ বলে ৬৬ রানের জুটি গড়েন। কিন্তু রানের গতি সেভাবে বাড়েনি। আফিফ ৩১ বলে ৪ চার, ১ ছয়ে ৪৬ রান করে মুস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফেরেন।
ইথান ব্রুকসও ৩০ বলে ২ চার, ১ ছয়ে ৩২ রানে বিদায় নিলে সিলেটের স্কোর বেশি বড় হয়নি। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় তারা।
পাকিস্তানী পেসার ফাহিম আশরাফ ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ও মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি করে উইকেট নেন।
