আফগানিস্তানের টপঅর্ডার ব্যাটার হযরতউল্লাহ জাজাইকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য তাকে সরাসরি চুক্তিতে নেওয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট টাইটান্স তা নিশ্চিত করে।
টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বিধ্বংসী ব্যাটার হিসেবে সুপরিচিত হযরতউল্লাহ জাজাই। আফগানিস্তানের হয়ে ৪৫ টি-টোয়েন্টি, ১৬ ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি। অবশ্য গত ১ বছর ধরে তিনি জাতীয় দলের বাইরে।
২৭ বছর বয়সি জাজাই বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ। গত মাসেই তিনি আবুধাবি টি-টেন লিগে খেলেছেন। এর আগে বিপিএলেও দুই মৌসুম খেলেছেন তিনি।

২০১৯ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ৭ ম্যাচ খেলেছেন জাজাই। পরের আসরে রংপুর রাইডার্সের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলেন। সবমিলিয়ে বিপিএলে ১০ ম্যাচে ২২১ রান করেছেন ৩ ফিফটিতে। ১৩২.৩৩ স্ট্রাইক রেট ও ২৪.৫৫ গড়ে সেই রান করেন তিনি।
এবার তাকে শক্তি বাড়াতে সিলেট টাইটান্স দলে ভিড়িয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট দিয়েছে। আপাতত আর কোনো ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যস্ততা না থাকায় এবারের বিপিএলে তাকে নিয়ে বড় কিছুর আশাই করছে সিলেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













