শেষ ওভারের নাটকীয়তায় প্রথম জয় সিলেট টাইটান্সের ।হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করা সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের লড়াইয়ে ১ উইকেটে জিতেছে সিলেট। শনিবার রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেহেদি হাসান রানার হ্যাটট্রিকে ৮ উইকেট হারায় সিলেট। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন ছিল তাদের। শেষ বলে দরকারি ১ রান তুলে প্রথম জয়ের দেখা পায় তারা। নোয়াখালী হারে টানা দ্বিতীয় ম্যাচ।
টস হেরে আগে ব্যাটিং করে নোয়খালী এক্সপ্রেস ২০ ওভারে ৭ উইকেটে করে ১৪৩ রান। মাত্র ৯ রানে ৩ উইকেট হারানোর পরও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫১ বলে ১ চার, ৩ ছক্কায় করা ৬১ রানের সুবাদে লড়াইয়ের পুঁজিটা পায় নোয়াখালী।
সিলেট টাইটান্সের পেসার সৈয়দ খালেদ আহমেদ ৪ ওভারে ১ মেডেন দিয়ে ২৩ রানে ৪ উইকেট নেন। এরপর সিলেটও জবাব দিতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে।
তবে, চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৬৬ বলে ৮৩ রানের জুটি গড়ে সিলেটকে জয়ের পথে নিয়ে যান। কিন্তু পারভেজ ৪১ বলে ৬ চার, ২ ছক্কায় ৬০ রানে বিদায় নেওয়ার পর ধস নামে।

হ্যাটট্রিক
আফিফ হোসেন ধ্রুব ৬ বলে ৩, মিরাজ ৩৭ বলে ২ চারে ৩৩ রানে আউট হন। ১৮তম ওভারে টানা ৩ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করে নোয়াখালীর জয়ের আশা উজ্জ্বল করে দেন বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩ রান আর করতে পারেনি সিলেট। ১২ বলে ১ চার, ১ ছয়ে ১৬ রান করে জয়ের আশা দেখানো ইথান ব্রুকসও পঞ্চম বলে রানআউট হন। ১ বলে ২ রান প্রয়োজন পড়ে সিলেটের। ওই সময় সাব্বির হোসেন ওয়াইড দিলে দুই দলের রান সমান হয়ে যায়।
শেষ বলে লেগবাই থেকে রান নিয়ে সিলেটকে নাটকীয়ভাবে জয় এনে দেন সালমান ইরশাদ। সিলেট ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান করে জয় ছিনিয়ে নেয়। নোয়াখালীর মেহেদি হাসান রানা ৪ ওভারে ৩৪ রানে ৪টি ও হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















