শামীমের ঝড় থামিয়ে সিলেটের জয়

শামীমের ঝড় থামিয়ে সিলেটের জয়

বিপিএলে রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকার বিপক্ষে শামীমের ঝড় থামিয়ে সিলেটের জয় । বৃস্পতিবার সিলেটে শামীম হোসেনের ঝড় থামিয়ে শেষ বলে ৬ রানে জিতেছে মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স। এ জয়ের ফলে বিপিএলে তিন ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট তালিকায় দুইয়ের মিরাজরা।

এদিন ১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের তৃতীয় ওভারে ১ রান করেআমিরের বলে বোল্ড ওপেনার জুবায়েদ আকবর। ওয়াডাউনে নেমে ওসমান খান দারুণ শুরুর পর ১৫ বলে ২১ রান করে দলীয় ৩৬ রানের সময় নাসুমের বলে বোল্ড। ৭.৩ ওভারে দলীয় ৪৩ রানে ফিরে যায় টপঅর্ডারের পাঁচ ব্যাটার। দলের বিপদে শামীম হোসেন ও সাব্বির রহমান হাল ধরেন। শামীম টিকে গেলেও সাব্বির ২৩ রানের বেশি করতে পারেনি। এরপর ১১৮ রানে ৮ উইকেট হারায় তারা।

তবে শামীম উইকেটের একপ্রান্তে আগলে রেখে ব্যাটিংয়ে ঝড় তোলেন। ৩২ বলে পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেন। তাকে সঙ্গ দেন তাসকিন আহমেদ। শেষ দিকে ব্যাট হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন শামীম। কিন্তু দলের হার এড়াতে পারেননি। শামীম ৪৩ বলে নয় বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৮১ ও তাসকিন অপরাজিত ৩ রান করেন। বল হাতে আজমতউল্লাহ ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন তিন উইকেট। এছাড়া আমির ও নাসুম নেন দুটি করে উইকেট।

১৭৩ রানের সংগ্রহ সিলেটের

এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে স্বাগতিক সিলেট। ওপেনিংয়ে সতর্ক শুরুর পর দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে সালমান মির্জার বলে সাব্বিরের হাতে ক্যাচ দেন রনি তালুকদার। তিনে নেমে অধিনায়ক মিরাজ ব্যক্তিগত ৬ রানে তাসকিনের বলে ক্যাচ দেন।

দলীয় ২২ রানে দুই উইকেট হারিয়ে সাইম আইয়ুবের সঙ্গে জুটি গড়ে দারুণ শুরু করে পারভেজ হোসেন ইমন। শুরু থেকেই ওপেনার সাইম ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দলীয় ৮৬ রানে ফিরে যান। ৩৪ বলে এক ছয়ে ২৯ রান করেন এই অলরাউন্ডার।

এরপর ইমন ৩২ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৪ রান করে বিদায় নেন। ১৩.৫ ওভারে চার উইকেট হারিয়ে সিলেটের রান তখন ৯২। আফিফ হোসেন দেখেশুনের ব্যাটিং শুরু করেও ১৩ রানের বেশি করতে পারেন। শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন আজমতউল্লাহ। এই আফগান ২৪ বলে পাঁচ বাউন্ডারি ও তিন ছক্কায় করেন অপরাজিত ৫০। এছাড়া ইথান ব্রুকস ৬ বলে অপরাজিত ১৩ রান করেন। বল হাতে ঢাকার পক্ষে সালমান ৪ ওভারে ৪৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

Exit mobile version