ক্লাব সংকটে তামিম ইকবালকে বিসিবির স্যালুট

ক্লাব সংকটে তামিম ইকবালকে বিসিবির স্যালুট

তামিম ইকবালকে বিসিবির স্যালুট। ছবি: সংগৃহীত

ক্লাব বর্জন সঙ্কটেও তামিমকে সম্মান জানাল বিসিবি

ক্লাব সংকটে তামিম ইকবালকে বিসিবির স্যালুট বার্তা। গত অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ ঘোষণা করে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় ঢাকার প্রায় ৩৮টি ক্লাব। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও তাদের অবস্থান বদলায়নি।

সবশেষ গত ২ ডিসেম্বর এক সংবাদ তারা জানায়, ৪৫টি ক্লাব ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার সিদ্ধান্তে অটল। যে ঘটনায় পর ১০ ডিসেম্বর বুধবার মিরপুরে সিসিডিএম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দীর্ঘ লিখিত বক্তব্যে বিসিবি নির্বাচনের নানা দিক তুলে ধরা হয়। বিসিবি সভাপতি আমিনুলের নানা অর্জন ও বিভিন্ন দেশে সফরের কথা উল্লেখ করা হয়। লিগ বর্জন করা ক্লাবগুলির দিকে পাল্টা তির ছোড়া হয়।

বিসিবি নির্বাচন নিয়ে ওই ক্লাবগুলির সঙ্গে একই অবস্থানে থাকলেও তামিম ইকবাল যে লিগ বর্জনের সঙ্গে একমত নয় এবং তার ক্লাবগুলি খেলায় অংশ নেবে, সেজন্য সাবেক এই অধিনায়কের ভূয়সী প্রশংসাও করা হয় লিখিত ওই বক্তব্যে।

এরপর বিসিবির সহ-সভাপতি হলেন ফারুক আহমেদ বলেন,‘দেশের ক্রিকেটের উন্নতির জন্য খেলা চালিয়ে যাবে বিসিবি। তবে তামিম ইকবালকে বিসিবির পক্ষ্য থেকে স্যালুট। তিনি ক্লাবগুলোর সঙ্গে আন্দোলনে থাকলেও খেলা চালিয়ে যাওয়ার পক্ষে দাঁড়িয়েছেন।

Exit mobile version