তামিম ইকবাল প্রসঙ্গে ছোট তামিমের মন্তব্য

তামিম ইকবাল প্রসঙ্গে ছোট তামিমের মন্তব্য

সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রসঙ্গে ছোট তামিমের মন্তব্য।

তামিম ইকবাল প্রসঙ্গে ছোট তামিমের প্রতিক্রিয়া

তামিম ইকবাল প্রসঙ্গে ছোট তামিমের মন্তব্য । আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি দলের ব্যাটারদের নিয়ে মিরপুরে চলছে বিশেষ স্কিল ক্যাম্প। যেখানে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে মোহাম্মদ আশরাফুল-মোহাম্মদ সালাউদ্দিনও কাজ করছেন।

চলমান ব্যাটিং ক্যাম্পের মাঝে গণমাধ্যমের মুখোমুখি হন তানজিদ হাসান তামিম। সাবেক অধিনায়ক তামিমের সাথে যোগাযোগ হয় নাকি গণমাধ্যমের এক প্রশ্নে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রসঙ্গে ছোট তামিমের মন্তব্যে তিনি জানালেন, ‘হ্যাঁ অবশ্যই (কথা হয়)। যখনই (তামিম) ভাইয়ের সঙ্গে দেখা হয়। সিএ বাংলাদেশের অফিসে যাওয়া হয়, মাঝেমধ্যে আড্ডা দেওয়া হয়। সেখানে ক্রিকেটের অনেক ব্যাপার নিয়েই উনার সঙ্গে কথা হয়।

আইসিসি ইভেন্টে এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তানজিদ। এ ব্যাপারে তিনি বলেন, ‘যখনই যে সিনিয়র প্লেয়ারকে কাছে পাই না কেন, আমার যে সমস্যা, অনেক সময় সেট হয়ে আউট হই, এগুলো তাদের সঙ্গে আলোচনা করি। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। আইসিসি ইভেন্টে আমি সফল না। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এশিয়া কাপেও নিজের সামর্থ্য অনুযায়ী পারিনি। শেষ কয়েকটি সিরিজে যে ধারাবাহিকভাবে ভালো করছি, সেটা যেন সামনে বিশ্বকাপেও খেলা যায়।

আইরিশ সিরিজে ফিফটির পর তানজিদের বিশেষ উদযাপন ছিল নাফিস ইকবালের উদ্দেশ্যে। এ নিয়ে তিনি বলেন, ‘না এভাবে চিন্তা করিনি কখনেরা (তামিমের সঙ্গে মিল রেখে উদযাপন)। পরে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তবে এমন কোনো চিন্তা ছিল না আমার। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কয়েক ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও ফিরে এসেছি। আমার চেষ্টা থাকবে যেন ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে পারি।

সিনিয়র তামিমের মতো টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকাতে চান তামিম, ‘সবাই চায় এমন একটা মাইলফলক অর্জন করতে। সবারই চেষ্টা থাকে, ফিফটি বা সেঞ্চুরি করতে। এটা শুরু থেকে হুট করে হয়ে যাবে না। যদি কোনো দিন ভালো শুরু পাই, ইনশাআল্লাহ চেষ্টা করব ভালোভাবে শেষ করার।

Exit mobile version