হ্যাটট্রিকের রাতে তানজিদ তামিমের ঝড়ো ইনিংস
বিপিএলে রিপনের হ্যাটট্রিকের পর তানজিদ ঝড়ে উড়ে গেল ঢাকা ক্যাপিটালস , সাথে আব্দুল গাফফার সাকলাইন বিধ্বংসী বোলিং করলেন। পরে তানজিদ হাসান তামিমের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৭ উইকেট হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
টানা দুই জয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। প্লে-অফ নিশ্চিত হয়েছে রাজশাহীসহ ১০ পয়েন্ট করে পাওয়া চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উসমান খানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারেই বিনা উইকেটে ৫৪ রান তোলে ঢাকা। কিন্তু উসমান ২৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৪১ রানে সাজঘরে ফেরার পর ধস নামে।
তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইন ৪ ওভারে ২৪ রান দিয়ে একাই ৪ উইকেট নিয়ে ঢাকার রান তোলার গতি শ্লথ করে দেন।

২০তম ওভারের শেষ ৩ বলে আরেক তরুণ পেসার রিপন মণ্ডল সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে শিকার করে চলতি আসরের তৃতীয় হ্যাটট্রিক করেন। ফলে ২০ ওভারে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।
জবাবে নেমে রাজশাহী ৩৮ রানের ওপেনিং জুটির পর মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায়। তিনি ১৩ বলে ২ চার, ১ ছয়ে ২২ রান করেন। নাজমুল হোসেন শান্ত দ্রুত (১২ বলে ৫) আউট হলেও তানজিদ ৪৩ বলে ৭ চার, ৫ ছক্কায় ৭৬ রান করেন। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন তিনি।

মাত্র ১৬.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয় পায় রাজশাহী। মুশফিক ১৯ বলে ১২ ও জেমস নিশাম ১০ বলে ২ চার, ১ ছয়ে ১৪ রানে অপরাজিত থাকেন। প্রথম সাক্ষাতাতে ঢাকা ৫ উইকেটে জিতেছিল। এবার প্রতিশোধ নিল রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস- ১৩১/১০; ২০ ওভার (উসমান ৪১, নাসির ২৪, সাব্বির ১৪; সাকলাইন ৪/২৪, রিপন ৩/৩০, রুবেল ২/২২)।
রাজশাহী ওয়ারিয়র্স- ১৩২/৩; ১৬.১ ওভার (তানজিদ ৭৬, ওয়াসিম ২২, নিশাম ১৪*; নাসির ১/১২, সাইফ ১/১৭)।
ফল : রাজশাহী ওয়ারিয়র্স ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : তানজিদ হাসান তামিম
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















