মোস্তাফিজের হারের দিনে তাসকিনের জয়

মোস্তাফিজের হারের দিনে তাসকিনের জয়

মোস্তাফিজ ও তাসকিন , ছবি: সংগৃহীত

আইএলটি টি-টোয়েন্টি লিগে মোস্তাফিজের হারের দিনে তাসকিনের জয় । দল জিতলেও অভিষেকে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন। আইএলটি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে দাসুন শানাকার নেতৃত্বাধীন মোস্তাফিজের ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ১৬৭ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পেরিয়ে যায় ভাইপার্স।

পেসার মোস্তাফিজ নিজের প্রথম ওভারে ১১ রান দিয়ে নেন একটি উইকেট। দ্বিতীয় ওভারে দেন ১০ রান। তবে ডেথ ওভারে দুই ওভারে ৯ রান দেন বাংলাদেশের বাঁহাতি পেসার। চার ওভারে ৩০ রান দিয়ে নেন এক উইকেট। এদিনই সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় পেসার তাসকিন আহমেদের। তবে ভালো করতে পারেননি তিনি।

শারজাহ ওয়ারিয়র্সের হয়ে অভিষেকে এমআই এমিরেটসের বিপক্ষে চার ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ৩০ বছর বয়সী পেসার। টানা দুই জয়ের পর হারল ক্যাপিটালস। এবারের আসরে সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের তৃতীয় হার এটি। ভাইপার্স জিতল প্রথম ছয় ম্যাচেই।

আবু ধাবিতে দিনের প্রথম ম্যাচে তাসকিন, সিকান্দার রাজাদের ওয়ারিয়র্স ১৭৪ রানের পুঁজি গড়ে জয় পায় ৬ রানে।তাসকিনের বোলিংয়ের শুরুটা যদিও খারাপ ছিল না। নতুন বলে ইনিংসের প্রথম ওভারে একটি বাউন্ডারি হজম করে তিনি দেন ৬ রান। তবে পরের ওভারে একটি করে চার ও ছক্কায় দিয়ে ফেলেন ১৪ রান। চার ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের প্রথম জয় এটি।

Exit mobile version