সিলেট পর্ব শেষে বিপিএলের শেষ চারে যারা । জমজমটার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্বের খেলা। যেখানে চমক দিয়ে সবার আগে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। তবে নিজেরাই শেষ চার নিশ্চিত করেনি। সঙ্গে শেষ চারে তুলেছেন আরও দুই দলকে।
সিলেট পর্বের সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের পরই তিনটি দলের প্লে-অফ নিশ্চিত হয়ে যায়। এবার ঢাকা পর্বে লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূলত লড়াই হবে আর একটি জায়গার জন্য।
বিপিএল ঢাকায় পা রাখার আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছে রাজশাহী, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের। পয়েন্ট টেবিলে এই তিনটি দল রয়েছে শীর্ষ তিনে। এর মধ্যে রাজশাহী ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
৭ ম্যাচে ৫ জয়ে চট্টগ্রামের পয়েন্ট ১০, তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আর ৯ ম্যাচে ৫ জয় নিয়ে সিলেট আছে তালিকার তিনে, তাদের পয়েন্টও ১০। পয়েন্ট তালিকার চারে নম্বরে থাকলেও এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি রংপুর রাইডার্সের।
৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৮। এছাড়া ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেস ৮টি করে ম্যাচ খেলে ২টি করে জয় পেয়েছে। যদিও কাগজে-কলমে এখনও দল দুটির প্লে-অফের আশা রয়েছে। দুই দলকেই তাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে।
ঢাকা ও নোয়াখালী উভয় দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে রংপুর। যে কোনো একটি জিতলেই নিশ্চিত হবে তাদের প্লে-অফ। নোয়াখালী ও ঢাকার অন্য দুটি ম্যাচই চট্টগ্রামের বিপক্ষে। বিপিএলের লিগ পর্বে আর বেশি ম্যাচ বাকি নেই। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি মোট ৬টি ম্যাচ বাকি আছে রাউন্ড রবিন লিগের। ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ, ফাইনাল হবে ২৩ জানুয়ারি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















