টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ ক্রিকেট দল। সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্ট ফরম্যাটে একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। অদম্য বাংলাদেশ টি-২০ কাপ নামে সেই আসরটি তিন দল নিয়ে মাঠে গড়াচ্ছে ৫ ফেব্রুয়ারি। সর্বমোট প্রাইজমানি হবে আড়াই কোটি টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ৩ দলের কোচ ও অধিনায়ক ঘোষণা করেছে।
সংক্ষিপ্ত টুর্নামেন্ট এবং স্বল্প পরিসরে তিন দলের এই আসরটি আয়োজন করবে বিসিবি। মাত্র একবার করে পরস্পরের মুখোমুখি হবে দলগুলো। ম্যাচগুলো ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।
ছোট্ট পরিসরের এই প্রতিযোগিতাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দেশের সেরা খেলোয়াড়দের রাখা হবে তিন দলে। দলগুলো হচ্ছে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। দল তিনটির কোচ ও অধিনায়কের নামও জানিয়েছে বিসিবি।
ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস এবং প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সহকারী কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। দুর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্তকে নেতৃত্ব দেবেন আকবর আলী, প্রধান কোচ হান্নান সরকার ও সহকারী কোচ রাজিন সালেহ।
প্রতি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ম্যাচগুলো মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। টি-২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ওই সময় চলবে এই অদম্য বাংলাদেশ টি-২০ কাপ।
মূলত বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তের পর ক্রিকেটারদের দুঃখ ভোলাতে এবং তাদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দিতেই এই টুর্নামেন্ট করছে বিসিবি। ম্যাচ ফি ও বিভিন্ন পুরষ্কার এবং প্রাইজমানি তাই ২ কোটি ৫০ লাখ থাকছে।
