বিপিএলের নতুন সূচি জানাল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দুটি স্থগিত ম্যাচের সূচি দ্বিতীয়বার পরিবর্তন করা হয়। উভয় ম্যাচ বুধবার আয়োজনের কথা জানালেও দ্বিতীয়বার তা পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুসারে ম্যাচ দুটি ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। যারা টিকিট কেটেছিলেন, সেই টিকিটেই দেখতে পারবেন খেলা দুটি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আজ বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি। প্রথমে স্থগিত দুই ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু আবারও সেই সূচি পরিবর্তন করেছে বিসিবি। কারণ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তাছাড়া ৩ দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনও আগামীকাল।

সে কারণে দ্বিতীয়বার বদলাতে হয়েছে ম্যাচের সূচি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আজকের স্থগিত ম্যাচের সূচি ৪ জানুয়ারি সিলেটে নির্ধারিত হয়েছে। ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচ হবে না। অবশ্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত খেলা যথারীতি অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। এই দুটি ম্যাচই হবে ৪ জানুয়ারি, তবে খেলা শুরুর সময় জানায়নি বিসিবি।
পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামীকাল খেলা ছিল না। এরপর ১-২ জানুয়ারি সিলেট পর্বের খেলা শেষ হয়ে ৫ জানুয়ারি চট্টগ্রামে বিপিএল গড়ানোর কথা ছিল। সেই সূচিও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত রয়েছে বিসিবির বিবৃতিতে।

বিপিএলের ম্যাচ হঠাৎ স্থগিত হওয়ায় সিলেট স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে। সেসব দর্শকদের জন্যও রয়েছে সুখবর। আজকের নির্ধারিত ম্যাচ দেখতে যারা টিকিট কেটেছেন, ৪ জানুয়ারি ওই টিকিটেই তারা খেলা দেখতে পারবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















