ইতিবাচক স্বপ্ন নিয়েই শুরু হয় পরিকল্পনা। তেমনই স্বপ্ন ছিল জ্যাসন গিলেস্পির। ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে গিলেস্পি দলকে উচ্চাশা দেখান। পাকিস্তানকে উন্নতির শিখরে পৌঁছে দেবার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তার স্বপ্ন ভঙ্গ হয় তার। বছর ঘোরার আগেই বিদায় নিতে হয় তাকে। দায়িত্ব ছাড়ার এক বছর পর দায়িত্ব ছাড়ার কারণ জানালেন সাবেক এই পেসার।
গিলেস্পির অধীনে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। বরং ছিল লজ্জার। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ তে হেরে গিয়েছিল তারা। পরের সিরিজ অবশ্য সেই লজ্জা এড়াতে পেরেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। তবে টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়।
মূলত শুরু থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা হচ্ছিল গিলেস্পির। দল নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বোর্ড কর্তাদের হস্তক্ষেপে বিরক্ত হয়ে পড়েন গিলেস্পি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগেই দায়িত্ব থেকে সরে পড়েন তিনি।
এক সাক্ষাতকারে গিলেস্পি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা মেনে নেওয়ার মতো ছিল না। বিশেষ করে কোনো আলোচনা ছাড়াই সহকারী কোচ ছাঁটাই করার বিষয়টি ভালো লাগেনি। তাই আর কোচ হিসেবে থাকতে চাইনি।’
সাক্ষাতকারে প্রশ্ন পর্বে এক ভক্ত গিলেস্পিকে জিজ্ঞাসা করেন তিনি কেন পাকিস্তান দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। জবাবে গিলেস্পি বলেন, আমি শুধু পাকিস্তান টেস্ট দলের কোচ ছিলাম। দলের সহকারী কোচকে বাদ দেওয়ার সময় তারা আমার সঙ্গে আলোচনা করেনি। এটা মেনে নেওয়া যায় না। তাছাড়া আরও কিছু বিষয় ছিল। যার কারণে আমি অপমানিত বোধ করছিলাম। ওই পরিস্থিতি সুস্থভাবে দায়িত্ব পালন করা যায় না। সে কারণে সরে দাঁড়াই।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















