সর্বশেষবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি চলার সময়েই মাঠে গড়িয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার একই দিনে মাঠে গড়াবে পিএসএল ও আইপিএল। উভয় আসর মাঠে গড়াবে আগামী ২৬ মার্চ।
২০২২ সাল থেকেই আইপিএল মার্চ মাসে মাঠে গড়াচ্ছে। সেই পরিক্রমায় এবারও আইপিএল মার্চেই শুরু হবে। গত বছর আইপিএল শুরু হয় ২২ মার্চ ও শেষ হয় ৩ জুন। প্রায় একই সময়ে চলা পিএসএল হয়েছে ১১ এপ্রিল থেকে ২৫ মে।

গত মৌসুমে পিএসএল ও আইপিএল শুরুর সময়ে তফাত থাকলেও এবার নেই। একই দিনে এ দুটি আসর মাঠে গড়াবে আগামী বছর। ২৬ মার্চ শুরু হবে দুটি আসর। আইপিএল চলবে ৩১ মে পর্যন্ত আর পিএসএল শেষ ৩ মে।
অবশ্য এখনও আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। কিন্তু একই সময়ে দুটি লিগ শুরু হওয়ার কারণে বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরা ঠিকভাবে খেলাগুলো দেখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থাকছে।
এর পাশাপাশি দুটি আসরই জনপ্রিয় হওয়ার কারণে বিদেশি ক্রিকেটারদের খেলার আগ্রহ থাকে। তাই ভালো মানের ক্রিকেটারের উপস্থিতি নিয়েও এ দুটি ফ্র্যাঞ্চাইজি আসরের মধ্যে থাকবে দড়ি টানাটানি। সিংহভাগ ক্রিকেটারই শুধু একটিই আসর খেলতে পারবেন, অন্যটি পারবেন না।
এবারের পিএসএল বড় হতে যাচ্ছে- কারণ দুটি দল বাড়বে। তাই ক্রিকেটারও অনেক বেশি প্রয়োজন পড়বে। পিএসএল নিলাম হওয়ার কথা ৬ জানুয়ারি। আর ইতোমধ্যে হয়ে গেছে আইপিএল নিলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













